চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাটে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য, হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র জননেতা জিকে গউছের নিঃশর্ত মুক্তির দাবিতে ও সুস্থতা কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার আসর নামায বাদ চুনারুঘাট উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস ছামাদ মাষ্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব হুসাইন আলী রাজন, যুগ্ন-সম্পাদক আলহাজ্ব খাইরুল আলম, সাংগঠনিক সম্পাদক মীর সিরাজ, সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শামছুল হক তালুকদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এডঃ মোজাম্মেল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিক মিয়া মহালদার, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম, যুগ্ন-আহ্বায়ক আঃ মান্নান রুমন, রফিক তালুকদার, পৌর ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক আমিনুল ইসলাম সুজন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফখরুল হাসান মুহিত, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ মানিক, সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, স্বেচ্ছাসেবকদল নেতা আবুল কালাম মহুরী, আজিজুর রহমান লস্কর, বিএনপি নেতা আতিকুল কবীর, ফজলুর রহমান খালেদ, জুবায়ের কবীর চৌধুরী, মাহমুদুল হাসান ফিরুজ, যুবদলনেতা টিপু, জামাল, নাছির, ছাত্রদলনেতা অলি তালুকদার, আশিকুর রহমান, সাইদুল, মিজানুর রহমান মিজান, আরিফ, মীর হোসেন, মাসুম, সুজন, আলাল প্রমুখ। দোয়া ও মিলাদ মাহফিলে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য, হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র জননেতা জিকে গউছসহ সকল রাজবন্দি নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন চুনারুঘাট সদর জামে মসজিদের খতিব মাওঃ মোহাম্মদ আলী।
উল্লেখ্য যে, সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার ৩নম্বর সম্পুরক চার্জসীটে জিকে গউছকে ষড়যন্ত্রমুলক ভাবে আসামী করার পর স্বেচ্ছায় আদালতে আত্মসমর্তন করলে গত ১৭৫দিন যাবত তিনি কারাগারে আটক রয়েছেন।