বিশেষ প্রতিনিধি :
বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের পরিচালনায় ২৭০তম ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করা হয়। ওরিয়েন্টশনে জেলার প্রায় অর্ধশতাধিক শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। তিনি বলেন, স্কাউটস লেখাপড়ার পাশাপাশি শিক্ষাথর্ীকে বুদ্ধিদীপ্ত ও মানবিক করে তুলে। শিক্ষাথর্ীকে নিয়মানুভর্তিতা ও আত্নবিশ্বাসী করে তুলে, যেকোন প্রাকৃতিক দূযোর্গে স্কাউটস সদস্যরা সবার আগে এগিয়ে আসে।
দিনব্যাপী ওরিয়েন্টেশনে উপজেলা নিবার্হী কর্মকতার্ বণার্লী পালের সভাপতিত্বে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকতার্ মোঃ গোলাম মাওলানা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান আউয়াল, ফেরদৌস আরা বেগম, সহকারী কমিশনার (ভুমি) আসমা বিনতে রফিক প্রমুখ।