বাহার উদ্দিন, লাখাই থেকে:
হবিগঞ্জের লাখাইয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উ্দ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন ও আলোচনা সভা বৃহস্পতিবার (১০ নভেম্বর) উপজেলা হ্যালিপ্যাড মাঠে অনুষ্ঠিত হয়।
ডিজিটাল উদ্ভাবনী মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) মোঃ শরীফ উদ্দীন, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এম,এন,মিয়া,সহকারী কমিশনার( ভুমি) রেহানা মজুমদার মুক্তি সহ কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধিবৃন্দ।উদ্বোধন পরবর্তী আলোচনা সভা দুপুর ১২ টায় হ্যালিপ্যাড মাঠে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহীকর্মকর্তা ( ইউ,এন,ও) মোঃ শরীফ উদ্দীন এর সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আফজালুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ এর জেলা প্রশাসক ইশরাত জাহান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইসচেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন প্রধান শিক্ষক আক্তার ফারুক, গীতাপাঠ করেন গৌতম চন্দ্র রায়। আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) রেহানা মজুমদার মুক্তি, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এম,এন,মিয়া,বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, হপবিস লাখাই উপজেলা শাখা সাবেক পরিচালক আব্দুল মতিন। মেলায় ২০ টি স্টল স্থান পায়।
প্রধান অতিথি ও অতিথি বৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং ৩ টি সেরা স্টল ও ৩ টি প্রকল্পের মাঝে পুরুষ্কার বিতরণ করেন।
সভায় প্রধান অতিথি হবিগঞ্জ এর জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন মানুষকে বড় স্বপ্ন দেখতে শেখাতে হবে। ডিজিটাল বাংলাদেশ এর স্বপ্ন দেখেছিলাম বলেই আজ তা বাস্তবায়িত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।