স্টাফ রিপোর্টার :
“উদ্ভাবনী জয়োল্লাসে স্মাট বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে আজ বৃহস্পতিবার হবিগঞ্জ সদর উপজেলার উদ্যোগে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে গতকাল বুধবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্স এর আয়োজন করা হয়।
এসময় উপজেলা নিবার্হী কর্মকতার্ (ইউএনও) বণার্লী পাল জানান, মেলার উদ্দেশ্য হচ্ছে ২০৩০ সালে মধ্যে এসডিজি অর্জন ও ৪১ সালের মধ্যে স্মাট বাংলাদেশ বির্নিমাণে সকলের ঐক্যবদ্ধ অংশগ্রহণ। সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হবে।
একদিন ব্যাপি মেলায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের ১৯টি ষ্টল থাকবে। প্রেস কনফারেন্সে নিজামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজ উদ্দিন তাজসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।