স্টাফ রিপোর্টার:
বানিয়াচংয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানার সঞ্চালণায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. শামীমা আক্তার ও থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব।
বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, চেয়ারম্যান এরশাদ আলী, অধ্যক্ষ মাওলানা মোবাশ্বির আহমদ ও মোঃ আবু তাহের প্রমুখ।
পরে উপজেলা পরিষদ চত্ত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেছেন অতিথিবৃন্দ।
মেলায় সেবা দিয়ে ১ম স্থান অধিকার করেছে উপজেলা ভূমি অফিস, ২য় পল্লী বিদ্যুৎ ও ৩য় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অলিম্পিয়াডে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করেছে আদর্শ উচ্চবিদ্যালয়। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।