মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে জগদীশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাসুদ খান ও মাধবপুর প্রেসক্লাবের সভাপতি অলিদ মিয়া সহ ৬ জনের নামে হয়রানিমূলক মামলা করেছে বিএইচএল সিরামিক নামে একটি শিল্প কারখানা। হয়রানিমূলক মামলা দেওয়ায় চেয়ারম্যান আজ বুধবার হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন বিএইচএল সিরামিক অবৈধভাবে মাধবপুর বিভিন্ন অঞ্চলে থেকে ট্রাক্টর যোগে বালু মাটি কারখানায় নিয়ে যাচ্ছিল।
প্রশাসনের সহযোগিতায় গত ৬ মার্চ ৬টি ট্রাক জব্দ করা হয়। এছাড়া উক্ত কারখানা ইউনিয়ন পরিষদের ট্যাক্স প্রদান না করে এবং ট্রেড লাইসেন্স না নিয়ে কারখানা চালু রাখে।
বারবার উক্ত প্রতিষ্ঠানকে চিঠি দেওয়ার পরও তারা চলতি ও বকেয়া কর প্রদান করেনি। উক্ত শিল্প কারখানার সীমানা প্রাচীরের কারণে জগদীশপুর ইউনিয়নের বেজুড়া, শ্যামপুর ও জগদীশপুর গ্রামের পানি নিষ্কাশনের খালটি বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় কৃষকরা এখন ক্ষতির সম্মুখীন।
এসব ঘটনার প্রতিবাদ করায় বিএইচএল সিরামিক কর্তৃপক্ষ গত ২৯ অক্টোবর জনপ্রতিনিধি ও সাংবাদিক সহ ৬ জনের নামে মাধবপুর থানায় একটি চাঁদাবাজী মামলা দিয়েছে।