এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মানি লন্ডারিং দায়ে জীবন উদ্দিনের নামে এক ব্যবসায়ির বিরুদ্ধে দুদকে অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (৯ নবেম্বর) হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয় দুর্নীতি দমন কমিশন (দুদক)কে এই অভিযোগ দায়ের করেন জুয়েল মিয়া এক ব্যক্তি।
উপজেলার ২নং আহম্মাদাবাদ ইউনিয়ন পরিষদের গনশ্যামপুর গ্রামের সিদ্দিক আলী ছেলে জীবন উদ্দিন।দীর্ঘদিন ধরে সরকারের চোখে ধুলো দিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে আসছে।তার নামে বেনামে অসংখ্য একাউন্টে বি়ভিন্ন ধাপে কোটি টাকার অবৈধ লেনদেন করে আসছে বলে অভিযোগে বলা হয়েছে।
ইতিমধ্যে অভিযোগ পত্র জেলা প্রশাসক,পুলিশ সুপার ও স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রেরণ করা হয়েছে বলে অনুলিপিতে দেখা যায়।
এ বিষয়ে হবিগঞ্জ জেলা সমন্বিত কার্যালয় দুর্নীতি দমন কমিশন থেকে বলা হয়, শিঘ্রই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।