মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে তুলার গুদামে আগুন লেগে দুটি দোকান পুড়ে গেছে। গত সোমবার রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কুদ্দুছ মিয়া মেম্বারের মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুনে ব্যবসায়ী আঃ মান্নান ও রফিক মিয়ার তুলার গুদাম ও লেপতোষকের দোকান সম্পূর্ন পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্থরা জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকা। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
মাধবপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মনতোষ মন্ডল এর সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। মহাসড়কের পাশে অগ্নিকান্ডের ঘটনা ঘটায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল বিঘ্ন ঘটে।