শেখ হারুন,চুনারুঘাট থেকে:
“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট”বাংলাদেশ প্রতিপাদ্যকে ধারন করে চুনারুঘাট উপজেলা প্রাঙ্গনে আগামীকাল বেলা ১১ টায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ ইং অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার(৮ নভেম্বর) বিকাল ৪ টায় চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে প্রেস কনফারেন্স।প্রেস কনফারেন্সে ব্রিফিং দেন উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক।
এসময় উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন,সাবেক সভাপতি অধ্যক্ষ ফারুক আহমেদ চৌধুরী,আলহাজ্ব কামরুল ইসলাম,সহ-সভাপতি মহিদ আহাম্মেদ চৌধুরী,সেক্রেটারী জাহাঙ্গীর আলম,ওয়াহিদুল ইসলাম জিতু,সদস্য অ্যাডভোকেট মোস্তাক বাহার,রিপোর্টার্স ইউনিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক মাহমুদ,উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শেখ মোঃ হারুনুর রশিদ,প্রেসক্লাব সদস্য এসআর রুবেল,অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও সাংবাদিক নোমান আহমেদ প্রমুখ।
উল্লেখ্য,বেলা ১১ টায় হবিগঞ্জ থেকে রোবটিক্সের একটি দল আসার পর র্যালির মাধ্যমে মেলার উদ্বোধন হবে এবং মেলায় ২৬ টি স্টল থাকার কথা রয়েছ বলে জানান ইউএনও।