সৈয়দ সালিক আহমেদ :
হবিগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে সাতার প্রতিযোগীতার আয়োজন করা হয়।
গতকাল সোমবার সকাল ১০টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ পুকুরে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় জেলার প্রায় অর্ধশতাধিক ছেলে মেয়ে অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
এসময় তিনি বলেন, খেলাধুলা হচ্ছে মেধাবিকাশের অন্যন্য মাধ্যম। খেলাধুলা ও সংস্কৃতি যুব সমাজকে মাদক থেকে বিরত রাখে। আমাদের ছেলে মেয়েরা যাতে খেলাধুলার প্রতি আগ্রহী হয় তার জন্য অভিবাবকদেরকে আরো সচেষ্ট হতে হবে। এবছর হবিগঞ্জে বড় পরিসরে সাতার প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে, যাতে অন্যান্য ছেলে মেয়েরা আরো উদ্ধুদ্ধ হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নিবার্হী কর্মকতার্ বর্ণালী পাল, সহকারী কমিশনার সাভিদ সারোওয়ার, বিটিভি জেরা প্রতিনিধি মোঃ আলমগীর খান সাদেক প্রমুখ।