সৈয়দ সালিক আহমেদ :
হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বলেছেন, আবাদী জমি কোন অবস্থাতে অনাবাদী রাখা যাবেনা, এক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে বীজ সারসহ সব ধরণের সহায়তা প্রদান করা হবে।
ধান সবজি ও মৌসুমী ফসল উৎপাদনের জন্য সরকার কৃষি ভূতুর্কী প্রদান করছে, যাতে করে দেশে কোন ধরণের খাদ্য ঘাটতি না থাকে। হাওর বেষ্টিত হবিগঞ্জ জেলা যেকোন ফসল উৎপাদনের জন্য উর্বর জমি, তাই এই উর্বরতাকে কাজে লাগিয়ে আমাদেরকে কৃষির বিপ্লব ঘটাতে হবে।
তিনি গতকাল সোমবার সকাল ১১টায় সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের চরহামুয়া গ্রামে অনাবাদী পতিত জমি ব্যবহারে উদ্ধুদ্ধকরণ ও তেল জাতীয় ফসল, জৈব কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে একথা বলেন। এর আগে তিনি চরহামুয়া বনগাও গ্রামে রাসায়নিক ব্যবহার না করে জৈব বালাই নাশক ব্যবহার করে নিরাপদ সবজি উৎপাদন গ্রামের উদ্বোধন করেন।
যাতে করে এখান থেকে নিরাপদ সবজি বিভিন্ন হাট বাজারে সরবরাহ করা যায়। পরে আব্দাখাই গ্রামে চলতি মৌসুমে শস্য কর্তনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আলোচনা সভা শেষে ইউনিয়নের ছয়শত জন কৃষকের মাঝে বিঘা প্রতি এক কেজি করে সরিষার বীজ প্রদান করা হয়।
সদর উপজেলা নিবার্হী কর্মকতার্ বর্ণালী পালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকতার্ সুকান্ত ধর প্রমুখ।
উল্লেখ্য, গত বছর সদর উপজেলায় ২৩৫ হেক্টর জমিতে সরিষার চাষ করা হয়, চলতি বছর সেটা বৃদ্ধি করে ৩৫০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষমাত্রা নিধার্রণ করা হয়েছে।