এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় কৃষক কৃষাণীদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবি ২০২২-২৩ মৌসুমে কৃষক কৃষাণীদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন বিভিন্ন জাতের সবজি বীজ সহায়তা প্রদান পুনর্বাসন কর্মসূচির
আওতায় বিতরণ শুরু করা হয়েছে। এতে লাল শাক,পালং শাক,টমেটো,বেগুন ও লাউ জাতের বীজ উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় চৌদ্দশত পঞ্চাশজন কৃষক কৃষাণীদের মাঝে বীজ বিতরণ শুরু করা হয়েছে।প্রান্তিক পর্যায়ে কৃষক কৃষাণীদের সাবলম্ভী ও উৎসাহিত করার লক্ষে সরকার সার্বিকভাবে এ সহযোগিতা করে যাচ্ছে।
এবিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজিব হোসেন জানান,আমরা সার্বক্ষণিক মাঠ পর্যায়ে কৃষক কৃষাণীদের উদ্বুদ্ধ করতে সকল প্রকার সহযোগিতা করে যাচ্ছি।যাতে অনাবাদি জমি পড়ে না থাকে।সরকারি ভাবে বিনামূল্যে আগাম শীতকালীন বীজ সহায়তা সহ উপ সহকারী কর্মকর্তাগণের সহযোগিতায় তদারকি চলমান রাখা হচ্ছে।