মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
দৈনিক যুগান্তর সেরা গণমাধ্যম হিসেবে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক ২০২২ এ ভূষিত হওয়ায় মাধবপুরে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মাধবপুরপ্রেস ক্লাব ও যুগান্তরের মাধবপুর প্রতিনিধি রোকন উদ্দিন লস্করের আয়োজনে আনন্দ শোভাযাত্রা বের করা হয় পরে ক্লাব মিলনায়তনে সভাপতি মোঃঅলিদ মিয়ারর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সেক্রেটারি সাব্বির আহসান’ বীর মুক্তিযোদ্ধা সুখেন দেবনাথ, শংকর পাল সুমন, আইয়ুব খান.কাউসার আহমেদ,সানাউল হক চৌধুরী.আবুল খায়ের. আলমগীর কবির হীরেশ ভট্টাচার্য,বিকাশ রঞ্জনবীর.আজিজুর রহমান জয়.আজিজুল ইসলাম.শামীম আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন সত্যের.সন্ধানে নির্ভীক স্লোগান নিয়ে যুগান্তরের যাত্রা শুরু হয়।যুগান্তর মুক্তিযুদ্ধের পক্ষে দেশ ও মানুষের পক্ষের মুখপাত্র যুগান্তর।ভবিষ্যেতে যুগান্তর এধারা অব্যাহত থাকবে এপ্রত্যাশা করেন বক্তারা। যুগান্তরের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলাম মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক গডে তুলেন।
এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। দেশে এখন অর্থনৈতিক মন্দাভাগ চলছে এই মুহূর্তে নুরুল ইসলামের মত মানুষের প্রয়োজন ছিল।.আলোচনায় তার রুহের মাগফেরাত কামনা করা হয়