এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা থেকে ৪৬ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর শায়েস্তাগঞ্জ ক্যাম্প ।
গ্রেফতারকৃত যুবকের নাম মনির মিয়া (২৭)। সে চুনারুঘাট থানার পূর্ব পাকুরিয়া এলাকার মো. ইউনুস আলী’র ছেলে।
শনিবার (৫ নভেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মাদকসহ ওই যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক জব্দকৃত গাঁজাসহ চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।