আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাটঃ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের সোহাগ তালুকদার (২৬) নামে এক যুবক মারা গেছে।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে নিহত সোহাগের খালু গাজিপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী ও সৌদিআরবে বসবাসরত সেলিম আজাদ।নিহত সোহাগ উপজেলার সিংপাড়া গ্রামের নুরাজ মিয়া তালুকদারের বড় ছেলে।
সোহাগ দীর্ঘ ৫ বছর যাবৎ সৌদিতে আছেন।শনিবার সকাল ১১টায় সৌদি আরবের আল-জৌফ থেকে জেদ্দায় ফেরার পথে প্রাইভেট কার দুর্ঘটনায় সে নিহত হয়।
এদিকে তার পরিবারে শোকের মাতম চলছে।মা-বাবা ভাই-বোন বারবার জ্ঞান হারাচ্ছেন।আত্মীয় স্বজনরা বাড়িতে জড়ো হয়ে কান্নায় ভেঙে পড়ছেন।
নিহত প্রবাসী সোহাগ তালুকদারের লাশ দেশে পাঠানোর কাজ চলছে বলে সৌদি আরবে তার কয়েকজন আত্মীয়স্বজন জানিয়েছেন।