মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকেঃ
ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেওপাড়া নামকস্থানে গত (৩০ মার্চ) সোমবার বিকালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিষয়ক শিক্ষক মাওঃ ইমদাদুর রহমানের পরিবারের নিকট অত্র প্রতিষ্ঠানের প্রবাসী সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে ২ লক্ষ পঞ্চান্ন হাজার টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মহসিনুর রহমানের পরিচালনায় চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেক হস্তান্তর করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ। পরিবারের পক্ষে চেক গ্রহন করে নিহত শিক্ষকের দুই ছেলে মিছবাহ আহমেদ ও মিনহাজ আহমেদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, বড়লেখা উপজেলা সাব-রেজিষ্ঠার আব্দুল করিম ধলা মিয়া, দেবপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবেদ আলী, উপজেলা জাপা সভাপতি শাহ আবুল খায়ের, বিদ্যালয় প্রধান শিক্ষক দেওয়ান হুসাইন আহমদ, শিক্ষানুরাগী ইলিয়াছ মিয়া, আওয়ামীলীগ নেতা আব্দুল মুহিত চৌঃ, অভিভাবক সদস্য শফিউল আলম, সাদিকুর রহমান, সাংবাদিক এম.এ মুহিত, ইউপি সদস্য তোফাজ্জল হক বকুল, সুমন আহমদ প্রমূখ।
উল্লেখ, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে বসবাসরত অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে উল্লেখিত অনুদান প্রদান করা হয়।