আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাটঃ
বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় নিজ ইউনিয়ন পরিষদে সংবর্ধনা পেয়েছেন জারুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত উল্লাহ।
(৫ নভেম্বর) সকালে চুনারুঘাটের গাজিপুর ইউনিয়ন পরিষদ হল রুমে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় বক্তব্য রাখেন গাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও শিক্ষানুরাগী মোহাম্মদ আলী,গাজিপুর হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগের তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক আব্দুল মালেক মাষ্টার,গাজিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক বাবু নির্মল চন্দ্র দেব,সিনিয়র সাংবাদিক ও কবি আবু তাহের খান,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জামাল আহমেদ,আকিকুন্নেছা সরকারী প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান হারুন মাষ্টার,চেগানগর সরকারী প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমনা আক্তার,এমরান মাষ্টার ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হৃদয় আহমেদ রিয়াদ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
তারা আশা করেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে গাজিপুর তথা চুনারুঘাটের সুনাম বয়ে আনবেন।