আলমগীর কবির মাধবপুর থেকে :
মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় সায়হাম গ্রুপের উদ্যোগে অসহায় গরিব মানুষের জন্য শতাধিক টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
এছাড়া বিভিন্ন মসজিদ মাদ্রাসা প্রাঙ্গনে টিউবওয়েল দিয়েছে সায়হাম গ্রুপ।
আজ শনিবার দুপুরে চুনারুঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে মসজিদ মাদ্রাসা ও অসহায় গরিব মানুষদের সুপ্রিয় পানির জন্য ৫০টি টিউবওয়েল বিতরণ করেন সায়হাম গ্রুপের চেয়ারম্যান ও মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান, এসময় চুনারুঘাট বিএনপির সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শফিকুর রহমান,সায়হাম গ্রুপের কর্মকর্তা এরশাদ চৌধুরী, মোস্তফা কামাল বাবুল ও বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।