সুতাং প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর ইউনিয়নের(সুতাং)সুরাবই নামক স্থানে ট্রেনে কাটা পরে ৩ বছরের এক শিশুর মৃত্যু৷
বৃহস্পতিবার(১৮/০৬/২০১৫) সকাল ১০:৩০ মিনিটে সুরাবই নামক এলাকায় এ র্দুঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানায়, ট্রেনটি জালালাবাদ চিটাগাং থেকে ছেরে আসা সিলেট গামী ছিল।
উক্ত শিশু সুরাবই গ্রামের মাষ্টার বাড়ির মো:সোহেল মিয়ার মেয়ে।