এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।
শনিবার (৫ নবেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার।
উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী শেষে আলোচনা সভা করা হয়েছে।জাতীয় সমবায় দিবস আজ।
রীতি অনুযায়ী প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার জাতীয় সমবায় দিবস পালিত হয়। এ বছরের প্রতিপাদ্য বিষয়- বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন।এ লক্ষে অতিথি গণ বলেন,বাংলাদেশে সমবায়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯০৪ সালে অর্থাৎ এক’শ আটার বছর আগে। বর্তমানে দেশে প্রায় ২ লাখেরও বেশি সমবায় সমিতি রয়েছে।
এ সব সমবায় সমিতি শেয়ার ও সঞ্চয়ের মাধ্যমে পুঁজিগঠন, বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, বিপণন প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নসহ সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রতি বছরের ন্যায় এবারও দেশব্যাপী সরকার-সমবায় সম্মিলিত উদ্যোগে আড়ম্বরপূর্ণভাবে দিবসটি পালিত হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা কান্তি ভূষণ সেনগুপ্ত, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহিদুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল,সাবেক পিপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, সাবেক মিরাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজ উদ্দিন,সাংবাদিক মহিদ আহেমদ চৌধুরী, কাজী সুজন,ফারুক মাহমুদ,অনলাইন প্রেসক্লাবের সম্পাদক মিজান,সমবায় নেতা কামরুল হাসানসহ উপজেলা সকল ইউনিয়নের সমবায় সমিতির নেতৃবৃন্দ গণ।