মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে ওয়াজ থেকে বাড়ি ফেরার পথে আতিকুল ইসলাম মিশু নামে এক কলেজ ছাত্র দূর্বত্তাদের ছুরিকাঘাতে খুন হয়েছে। এ সময় তার বন্ধু ছুরিকাঘাতে তারেক আহত হয়।
শুক্রবার দুপুরে পুলিশ ময়না তদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করেন। বৃহস্পতিবার রাতে ছাতিয়াই ইউনিয়নের এক্তারপুর গ্রামের দুবাই প্রবাসী শামসুল হকের ছেলে মাওলানা আসাদ আলী ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আতিকুল ইসলাম মিশু ও তার কয়েকজন বন্ধু মিলে ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল ও কলেজ মাঠে ওয়াজ শুনতে যায়।
ওয়াজ শেষে রাত দেড় টার দিকে বাড়ি ফেরার পথে ছাতিয়াইন বাজারের কাছে রাস্তায় একদল দূর্বত্ত আতিকুল ইসলাম কে ছুরিকাঘাত করে এ সময় আতিকুলের সঙ্গে থাকা তার বন্ধু তারেকও আহত হয়। গুরুতর আহত অবস্থায় আতিকুল ইসলাম মিশু কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার ভোর ৪ টার দিকে আতিকুল ইসলাম মারা যায়।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে প্রেম ঘটিত ব্যাপার থেকে এই ঘটনা হতে পারে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।