এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
ইলেকট্রনিক ডাটা ট্রেকিং জনসংখ্যা ভিত্তিক জরায়ু মুখ ক্যান্সার স্তন ক্যান্সার স্ক্রিনিংয়ে বিভাগীয় দ্বিতীয় স্থানে মনোনীত হয়েছে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
বৃহস্পতিবার (৩রা নবেম্বর) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিউট হল রুমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর ভিসি ডা. শরফুদ্দিন আহমেদ অনুষ্ঠানের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী জাহেদ মালিক এমপি।
তথ্যমতে,ইলেকট্রনিক ডাটা ট্রেকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ুমুখ ক্যান্সার ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি” র আওতায় পুরষ্কার উক্ত পুরুষ্কারে মনোনীত করা হয়েছে। বঙ্গবন্ধু
শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে পুরুষ্কার তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।
এতে হবিগঞ্জ জেলার স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা.মোহাম্মদ নূরুল হক ।
এবং সেরা ভায়া ও সিবিই কেন্দ্র ২০২২ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (বি়ভাগীয় পর্যায়ে) দ্বিতীয় স্থান অর্জনের পুরুষ্কার গ্রহণ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোজাম্মেল হক।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রতিনিধির পক্ষে ডা.তানভীর রব শুভ,সাথে ছিলেন সিএইচসিপি(সুজাতপুর সিসি) আল-আমিন বিজয় ও(ডেমেশ্বর সিসি) মো.আব্দুর রশিদ প্রমুখ।
নিয়ম মেনে টিকা নিন,সুস্থ্য থাকুন।এগিয়ে চলুন জরায়ু মুখ ক্যান্সার মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে।