মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা হলরুমে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেনের সভাপতিত্বে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন।
কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন আদাঐর লোকনাথ উচ্চ বিদ্যালয়ের জুয়েল গোপের দল হাবিবুর রহমান ও কাজল আক্তার, দ্বিতীয় স্থান অর্জন করেন জগদীশপুর যোগেশ চন্দ্র হাইস্কুল এন্ড কলেজের খাদিজাতুল কোবরা’র দল ফাতেমা ও সাবরিনা সুলতানা লামিয়া এবং তৃতীয় স্থান অর্জন করেন প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের জমাদার কানিজ ফারিয়া’র দল মার্জিয়া আক্তার তিশা ও নাজিয়া বিনতে মোজাহিদ মীম।
এ সময় উপস্থিত ছিলেন তথ্য সেবা কর্মকর্তা মেরিন নাসরিন,একাডেমিক সুপার ভাইজার রোখসানা পারভীন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীগন।