সৈয়দ আখলাক উদ্দিন মনসুর,শায়েস্তাগঞ্জ :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ।
৩ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি এই প্রথম আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির কর্মকর্তা আল আমিন এর পরিচালনায় উপজেলা পর্যায়ে ২০২২ – ২৩ অর্থ বছরে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা পর্যালোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার ।
সভা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা এবং পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডাঃ কামরুল জমাদার ও শায়েস্তাগঞ্জ ইউ এইচ এন্ড এফপিও কর্মকর্তা কানিজ ফাতেমা।
মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণডোরা ইউপি চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া, সাপ্তাহিক জনতার দলিল সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক, উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মঈনুল হাসান রতন, উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, উপজেলা প্রাণী সম্পদ উপ-সহকারী সুরঞ্জিত হালদার, শায়েস্তাগঞ্জ ইউপি মেম্বার মোঃ আব্দুস সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী প্রমূখ।