মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন মাধবপুরে কর্মরত সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলা কনফারেন্স রুমে সরকারী নির্দেশনার প্রেক্ষিতে ডিজিটাল উদ্ভাবনী মেলা এবং উদ্ভাবনী অলিম্পিয়াড ৬ নভেম্বর মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিন ব্যাপী অনুষ্ঠিত হবে।
মেলায় সরকারী দপ্তর,বেসরকারি প্রতিষ্ঠান,সাংবাদিক,ই কমার্স উদ্যোক্তা,সুশীল সমাজ সবার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য প্রচারনা চালোনোর আহবান করেন।
খাজনা, নামজারী,বিদ্যুৎতের আবেদনসহ অনলাইনে সরকারী দপ্তরের বিভিন্ন কার্য মেলায় করার সুযোগ থাকবে।
প্রেস ব্রিফিং এ এই সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ আলাউদ্দিন, কৃষি অফিসার আল মামুন হাসান, উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাংবাদিক রুকন উদ্দিন লস্কর, আইয়ুব খান, মিজানুর, একরামুল আলম লেবু, সহ-সভাপতি সুব্রত দেব,যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর কবির,হীরেশ ভট্টাচার্যসহ প্রমূখ।