দিলোয়ার হোসাইন:
বানিয়াচংয়ে অসহায় এক দৃষ্টি প্রতিবন্ধী পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।
দৃষ্টি প্রতিবন্ধী পরিবারটিকে নগদ অর্থের চেক ও দুই বান্ডেল ঢেউটিন প্রদান করেছেন।
২ নভেম্বর বুধবার সকাল ১১টায় উপজেলার নিজ কার্যালয়ে ইউএনও পদ্মাসন সিংহ দৃষ্টি প্রতিবন্ধী আঙ্গুর মিয়া ও তার ছেলে কামাল মিয়াকে ডেকে নিয়ে তাদের হাতে চেক ও ঢেউটিন তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী ইঞ্জিনিয়ার নোমান আহমেন, সাংবাদিক আক্তার হোসেন আলহাদী, সাংবাদিক শেখ নুরুল ইসলাম, কামরান হাসান রুবেল প্রমুখ।
উল্লেখ্য যে,বানিয়াচং উপজেলার ২নম্বর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আজগর আলীর পরিবারের ৩ সদস্য দৃষ্টি প্রতিবন্ধী। বৃদ্ধ আজগর আলীর পুত্র আঙ্গুর মিয়া এবং আঙ্গুর মিয়ার পুত্র কামাল মিয়াও দৃষ্টি প্রতিবন্ধী। তিন জনের কেউই জন্মগত দৃষ্টি প্রতিবন্ধী নন।
আজগর আলী মিয়া যৌবন কালে আকস্মিক ভাবে দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেন। এবং একই ভাবে তার পুত্র আঙ্গুর মিয়া দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেন। বর্তমানে আঙ্গুর মিয়ার তৃতীয় শ্রেণীতে পড়ুয়া পুত্র কামাল মিয়া(১১) সে ও দিন দিন দৃষ্টি শক্তি হারিয়ে ফেলছে। আঙ্গুর মিয়া জানান তার ছেলের প্রতি ছয় মাস পর পর ১’হাজার পাওয়ারের চশমা পরিবর্তন করতে হয়। চট্টগ্রাম ইসলামী হাসপাতালের ডাক্তার বলেছেন ১লক্ষ টাকা লাগবে তার চোখের চিকিৎসা করতে, তারপরে নাকি সে ভালো হবে। আঙ্গুর মিয়া বলেন ১’লক্ষ টাকা হলে তার ছেলের চিকিৎসা করাতে সম্ভব হবে।
আঙ্গুর মিয়া বলেন, আমার মত অসহায় মানুষের পাশে ঘরের জন্য টিন ও টাকা দেওয়ায় ইউএনও সাব’কে ধন্যবাদ জানাই এবং তাইনের লাগি দোয়া করি , আল্লাহ যেনো তাইনরে সব সময় ভালো রাখেন। পাশাপাশি সমাজের বৃত্তবানের কাছে আমার ছেলের চোখের চিকিৎসা সহায়তার জন্য অনুরুধ জানাই।
এ ব্যাপারে ইউএনও পদ্মাসন সিংহ বলেন, এমন একটি অসহায় পরিবারকে সহায়তা প্রদান করতে পেরে খুব ভালো লাগছে, আমি এখানে যতদিন আছি অসহায় পরিবারটির পাশে থাকার চেষ্ট করবো। এছাড়াও তিনি আংগুর মিয়ার ছেলের চোখের চিকিৎসার জন্য সমাজের বৃত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন।