নিজস্ব প্রতিবেদক:
শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজে উচ্চ মাধ্যমিক (এইচএসসি পরীক্ষা ২০২২) পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে ও প্রভাষক মোহাম্মদ রহমত আলীর পরিচালনায় বুধবার সকাল ১১টায় কলেজের এমপি আবু জাহির অডিটরিয়ামে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুল হাসান চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কলেজ উপাধ্যক্ষ আবু সিরাজ মোঃ মনিরুল ইসলাম, কলেজ পরিচালনা কমিটির সদস্য এডভোকেট হুমায়ূন কবীর সৈকত, আবু তাহের, অধ্যাপক ফখরুদ্দিন আহমেদ, সহকারি অধ্যাপক মোঃ আজহার উদ্দিন, শিক্ষক কমিটির সাধারণ সম্পাদক নজিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি জাহেদুল ইসলাম, ছাত্র নেতা জয়নাল সরদার, নুরুল হক লিটন, কবির, সৈকত, শুভ, মোজাম্মেল, প্রান্ত প্রমুখ। সাধারণ ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শান্ত, শেফা প্রমুখ।