মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন সবজির বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলার ১হাজার ৭শ জন কৃষকের মাঝে বীজ বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন।
উপজেলা কৃষি অফিসার আল মামুন হাসান জানান, ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন বিভিন্ন ধরনের সবজি বীজ সহায়তা কৃষি পূর্ণবাসন কর্মসূচির আওতায় প্রতি কৃষক ২ গ্রাম টমেটো,২.৫ গ্রাম বেগুন, ৩০ গ্রাম লাউ,১০০ গ্রাম লালশাক ও ১০০ গ্রাম করে পালং শাকের বীজ পাবেন।
এ সময় উপস্থিত ছিলেন, সম্প্রসারণ কর্মকর্তা আজহারুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন,মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সাল চৌধুরী প্রমুখ।