প্রেস বিজ্ঞপ্তি :
আজ ১ নভেম্বর ২০২২ দুপুরে চুনারুঘাট উপজেলার দুবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা শিক্ষা অফিসার মাসুদ রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার সকল প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ সহ শাকির মোহাম্মদ ক্লাস্টারের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
বক্তাগণ বিদায়ী প্রধান শিক্ষকের অতীত কার্যক্রমের ভূয়সী প্রসংশা করে স্যারের অবসরজীবন সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন সম্মানিত অতিথিবৃন্দ, বিদ্যালয় সভাপতি ও শিক্ষকবৃন্দ।