বাহার উদ্দিন, লাখাই থেকে:
লাখাইয়ে জাতীয় যুব দিবস-২০২২ উদযাপন উপলক্ষে যুব র্যালী, যুব ঋনের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১০ টায় লাখাই উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্নাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহীকর্মকর্তা ( ইউ,এন,ও) শরীফ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন জয়নাল আবেদীন। স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।
আলোচনায় অংশ নেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন, বীরমুক্তিযোদ্ধা রজব আলী, লাখাই রিপোর্টার্সইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, হপবিস লাখাই উপজেলা র সাবেক পরিচালক আব্দুল মতিন, আনসার- ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব।
আলোচনা শেষে ২ জন যুবক- যুবমহিলাকে ৬০ হাজার টাকা করে যুব ঋনের চেক বিতরণ করেন অতিথি বৃন্দ।
এছাড়া যুব ওযুব মহিলার মাঝে সনদ বিতরণ করা হয়।সভায় আলোচকবৃন্দ বলেন প্রশিক্ষণের কোন বিকল্প নেই। প্রশিক্ষিত যুব জনগোষ্ঠী দেশের উন্নয়নের বলিষ্ঠ ভুমিকা রাখতে পারে।যুব সমাজকে জনশক্তিতে রুপান্তরিত করতে প্রত্যেকে যার যার সক্ষমতা অনুযায়ী প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।