স্টাফ রিপোর্টার :
বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুর্শেদুজ্জামান লুকুর পিতা বিশিষ্ট মুরুব্বী হাজী আব্দুল আলিফ (৯০) আর নেই।
গতকাল সোমবার দুপুরে নন্দীপাড়া গ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে ৫ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন তিনি।
বিকাল ৪টা ৩০ মিনিটে বানিয়াচং শাহী ঈদগাহে জানাযার নামাজ শেষে তাকে সমাহিত করা হয়।মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, বৃন্দাবন সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল ড. মাসুদুল হাসান,
জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, কৃষিও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব রেজাউল মোহিত খান, উপজেলা আওয়ামলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ আঙ্গুর মিয়া, আওয়ামীলীগ নেতা চৌধুরী আবু বকর সিদ্দিকী, ১নং উত্তর-পূর্ব ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু ও মোঃ শাহজাহান মিয়া,
অ্যাডভোকেট আবুল আজাদ, অ্যাডভোকেট সুলতান আহমেদ, ৩নং দক্ষিণ-পূর্ব ইউপি চেয়ারম্যান মোঃ আরফান উদ্দিন, সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি সর্দার আজিমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু।