প্রেস বিজ্ঞপ্তি :
অহিস মিয়ার পরিবার পেতে সাহায্য করুন
নাম- অহিস মিয়া(৬০)
পিতা- আব্দুল মোমিন খাদেম।
স্বাং- রেলষ্টেশনের পূর্ব পাশ্বে, হবিগঞ্জ, সিলেট।
গতকাল চলন্ত ট্রেনে ঘুমন্ত অবস্থায় অচেতন করে ওনার সকল টাকা পয়সা নিয়ে গেছে অজ্ঞাত ছিনতাইকারীরা।
বর্তমানে তিনি, ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সার্বিক যোগাযোগ সহায় (একটি স্বেচ্ছাসেবী, মানবিক ও সামাজিক সংগঠন) ০১৮৫৮৭৭৭২৫০ অথবা ০১৮১৩৬৬৬৮৫৪