বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্যাপন করা হয়েছে। এউপলক্ষে বর্ণাঢ্য র্যালি প্রদর্শন করা হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা সদরের সুরভী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল এর আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর -২০২২ উপলক্ষে উক্ত বর্ণাঢ্য র্যালির সূচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও উপ -সহকারী প্রকৌশলী আলী আজগরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মী,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী,শিক্ষা কর্মকর্তা কবিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস,মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার,দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার প্রতিনিধি শেখ নুরুল ইসলাম, দ্যা বাংলাদেশ এক্সপ্রেস পত্রিকার প্রতিনিধি হৃদয় খান প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ হাতের পরিচ্ছন্নতায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, আমাদের সবার উচিত নিয়মিত সঠিকভাবে হাত পরিস্কার পরিচ্ছন্ন করা। এতে করে রোগ-জীবাণু আক্রমণের আশংকা থাকবে না। এসময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কর্মচারী ও ছাত্র -ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।