মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট রেল সেকশনে নোয়াপাড়া রেল ষ্টেশনের অদূরে শাহপুর নামক স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
মাধবপুর থানার এসআই শুভ দে জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস এর নিচে কাটা পড়ে শাহপুর নামক স্থানে ঘটনাস্থলে মারা যান।
পুলিশ এখনো তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।