সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ :
শায়েস্তাগঞ্জ উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বিজ্ঞান সভা- ২০২২ অনুষ্ঠিত হয়েছে ।
প্রতিবছরে ন্যায় এবারো ৩০ অক্টোবর ( রবিবার ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ( ইউ এন ও ) নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমি সুপার ভাইজার জগদীশ চন্দ্র দাশ তালুকদার এর পরিচালনায় উপস্থিতি উপজেলার কামিল মডেল মাদ্রাসা অধ্যক্ষ , মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক , শিক্ষক – শিক্ষিকা , সাংবাদিক ও কুইজ প্রতিযোগিতা ছাত্র – ছাত্রী অংশ গ্রহনকারী ছিলেন ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলা ভূমি সহকারী কমিশনার , আসমা বিনতে রফিক , উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার ।
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান , জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আবদুল্লাহ আল মামুন , কামিল মডেল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোঃ শাহাব উদ্দিন , শিক্ষক মাহমুদুর রহমান মামুন , উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর , প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মঈনুল হাসান রতন , ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক , শিক্ষিকা মাহফুজা সুলতানা , ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশীদ তালুকদার , নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মন্নান , শিক্ষক মোঃ হিরন মিয়া , বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা দেব যানী বর্ষা প্রমূখ ।
বক্তব্য শেষে উপজেলার ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের চারজন ছাত্র- ছাত্রী এস এম মাশরুর রহমান (১০ ম), সাকিব হাসান মাহি (৯ ম) , নূরে আলম রিফাত (৯ ম), শফিকুল ইসলাম শাকিব (৯ম) প্রথম স্থান ও শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রী বৃষ্টি রানী দাশ (১০ম ) দ্বিতীয় স্থান কুইজ প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তদের মাঝে সনদ ও সান্টিফিক ক্যালকুলেট পুরস্কার এবং শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের প্রথম বর্ষ দরিদ্র এক ছাত্রকে বিনাবেতন লেখা- পড়া সুযোগ সুবিধা ও এক শেট বই হাতে তুলে দেন প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ।