আকিকুর রহমান রুমনঃ-
হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অপরাধ নির্মূলের অভিযানের অংশ হিসেবে গতকাল ২৯অক্টোবর (শনিবার)এক ইয়াবা ব্যাবসায়ীকে গ্রেফতার করে থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানাযায়,বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)অজয় চন্দ্র দেবের নির্দেশে রাত ৮টার দিকে এসআই সন্তোষ,এএসআই সাদ্দাম হুসেনসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং উপজেলা সদরের ১নং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দত্তপাড়া মহল্লায় এক ইয়াবা ব্যাবসায়ী এর বাড়িতে অভিযান পরিচালনা করেন।
এসময় কুখ্যাত ইয়াবা ব্যাবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃত ইয়াবা ব্যাবসায়ী হলো উল্লেখিত ঠিকানার আব্দুল হক মিয়ার পুত্র সাইদুল হক(৩৫)।
এদিকে সাইদুল হককে থানায় এনে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে মাদক সম্পর্কে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে বলেও জানাযায়।
পরে সাইদুল হকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে ৩০অক্টোবর (রবিবার)হবিগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করে থানা পুলিশ।
এব্যাপারে ওসি অজয় চন্দ্র দেব সত্যতা নিশ্চিত করেন।
ওসি অজয় চন্দ্র দেব দৈনিক শায়েস্তাগঞ্জকে জানান,বানিয়াচংয়ের অপরাধ নির্মূলে দিন রাত কাজ করে যাচ্ছে পুলিশ।পাশাপাশি এসব মাদক ব্যবসায়ীসহ চিহ্নিত অপরাধীদের নজরদারিতে রাখা হচ্ছে।তদন্ত সাপেক্ষে তাদেরকেও গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।