সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ :
যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি- শৃঙ্খলা সর্বত্র” এ শ্লোগান নিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ কমিউনিটি পুলিশিং ডে- ২০২২ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ অক্টোবর (শনিবার) সকাল সাড়ে ৯ টায় শায়েস্তাগঞ্জ নতুন থানা ভবন হতে শতাধিক লোক বর্ণাঢ্য র্যালী নিয়ে পৌর শহরে পথ পদক্ষিন করে থানা এসে সমাগম হয়।
পরে শায়েস্তাগঞ্জ কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে এবং শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল এর সভাপতিত্বে ও থানার এস আই (নিঃ) সনজিত চন্দ্র নাথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শৈলেন চাকমা ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ থানা (তদন্ত) ওসি মোরশেদ আলম, উপজেলা হিন্দু – বৌদ্ধ – খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু শংকর রায়, সাবেক পৌর কাউন্সিলর রায়েল সরদার।, এ সময় উম্মত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সদস্য, সাংবাদিক, জনপ্রতিনিধি,বিভিন্ন পেশাজীবিসহ বক্তব্য রাখেন ।