মাধবপুর প্রতিনিধি :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড মোঃ মাহবুব আলী মাধবপুর প্রেসক্লাবের সদস্যদের সাথে মত বিনিময় করেন।
আজ শনিবার সকালে মাধবপুর প্রেসক্লাবে সভাপতি মোহাম্মদ অলিদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী।
প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রেসক্লাব সহ-সভাপতি সুব্রত দেব, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, শংকর পাল সুমন, মোঃ আইয়ুব খান, মোঃ মিজানুর রহমান, সানাউল হক চৌধুরী, একরামুল আলম লেবু,বিকাশ রঞ্জন বীর প্রমূখ।