মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট :
‘কমিউনিটি পুলিশের মূলমন্ত্র শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্যে হবিগঞ্জের চুনারুঘাটে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২২।
শনিবার সকাল ১১ টায় হবিগঞ্জের চুনারুঘাট থানা ও কমিউনিটি পুলিশিং কমিটির আযয়োজনে চুনারুঘাট থানা চত্বর থেকে এক বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে থানা ক্যাম্পাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় কমিউনিটি পুলিশের চুনারুঘাট উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার।
বক্তব্য রাখেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আশরাফ, ওসি তদন্ত গোলাম মোস্তফা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক সরকার, মোস্তাফিজুর রহমান রিপন, মোহাম্মদ আলী, ওয়াহেদ আলী মাস্টার, মুহিতুর রহমান রোমন ফরাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু তাহের মহালদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার, চুনারুঘাট প্রেসকাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট থানার উপ-পরিদর্শক অজিত কুমার তালুকদার, মাস্টার মোঃ আলাউদ্দিন, ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান নির্মল চন্দ্র দেব।