মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকালে উপজেলার রতনপুর মাঠে শায়েস্তাগঞ্জ উপজেলার নোয়াগাঁও বনাম রতনপুর একাদশের খেলায় এক গোলে নোয়াগাঁও একাদশকে পরাজিত করে।
শেখ সোহরাব জালালীর পরিচালনা করেন। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সুহেল।
প্রধান অতিথি ছিলেন মাধবপুর-চুনারুঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহসীন আল মুরাদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক, মাধবপুর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালক মিজানুর রহমান চকদার, পুষ্টিবিদ ড. আশরাফুল আলম, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান, ফাস্ট সিকিউরিটি ব্যাংকের ব্যবস্থাপক মোস্তাক আহমদ, এড. মারুফ সিদ্দিকী, ব্রাহ্মণডূড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জজ মিয়া, মোঃ মিজানুর রহমান।
খেলায় ১৬ মিনিটের মাথায় রতনপুর একাদশের হয়ে গোল করেন আফরোজ।