সৈয়দ সালিক আহমেদ :
“হবিগঞ্জের জালালী কৈতর, সুরমা গাঙ্গের কুড়া” ডানা ভাইঙ্গা পড়লাম আমি কলকাতার শহর, এসকল অসংখ্যক সুরের মূর্চনায় শেষ হলো হবিগঞ্জ জেলা প্রশাসন কতর্ৃক আয়োজিত দুই দিন ব্যাপি সাহিত্য উৎসব।
সমাপনি অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি। গতকাল সন্ধায় জেলা শিল্পকলা একাডেমীতে প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, মহান মুক্তিযোদ্ধের একটি বড় স্বপ্ন ছিল শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ঘঠানো। হবিগঞ্জ জেলায় দেশ বরেণ্য শিল্পী, আধ্যাতিক সাধক ও সাহিত্যিকের জন্ম হয়েছে।
শেখ ভানু শাহ, সুবীর নন্দী, হিমাংশু বিশ্বাসসহ অসংখ্য অগণিত শিল্পী সাধক এই জেলাকে করছেন আলোকিত। তিনি আরো বলেন, সাহিত্য উৎসব বাঙ্গালী জাতির শত বছরের ঐতিহ্য। এসকল সাহিত্য মেলায় একদিকে যেমন জেলার সকল সাহিত্যিকের মিলন মেলা হয় অন্য নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ সৃৃষ্টি করে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ইতিহাস ঔতিহ্যে ভরপুর হবিগঞ্জ জেলা। আমরা এই উৎসবের মাধ্যমে চেষ্টা করেছি জেলার সকল কবি সাহিত্যিকে এক জায়গায় নিয়ে এসে নিজেদের সুপ্ত প্রতিভা বিকোশিত করার। হবিগঞ্জে প্রতিবছর এই সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে। তাছাড়া চলতি বছরে দেশ বরেণ্য শিল্পীদের নিয়ে লোক উৎসবের আয়োজন করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী, জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকতার্ মোঃ নুরুল ইসলাম, মেয়র মোঃ আতাউর রহমান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতচ্ছিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী প্রমুখ।