প্রেস বিজ্ঞপ্তি :
‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক দিবস ২০২২ উদযাপিত হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. আব্দুল মন্নান সাহেব। উক্ত আলোচনা সভায় সহকারী প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষকবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় শিক্ষকবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষক দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তৃতা প্রদান করেন। অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মুহাম্মদ বদরুজ্জামান।