আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ থেকে :
নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউপির হালিতলা মাইঝপাড়া গ্রাম থেকে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে সাজিনা আক্তার (২০) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার উল্লেখিত গ্রামের সৈয়দ মহিবুল হকের স্ত্রী গৃহবধু সাজিনা বেগম বুধবার দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। তার সাথে তার ফুফাতো ভাইয়ের মেয়ে মাহমুদাও ঘুমিয়ে ছিলো। বৃহস্পতিবার ভোরে মাহমুদাকে মক্তবে নিয়ে যাওয়ার জন্য ডাকাডাকি করলে মাহমুদা ঘুম থেকে উঠে দেখে সাজিনা ঘরের তীরের সাথে ঝুলে আছে।
এ সময় মাহমুদার চিৎকারে বাড়ির লোকজন এসে সাজিনাকে ঝুলন্ত দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার এসআই মোঃ তৌহিদুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। এসআই তৌহিদুল জানান, গলায় ওড়না পেছিয়ে সাজিনা আত্বহত্যা করেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।