এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ খ্রিঃ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার।
উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হকের সার্বিক সহযোগিতায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ খ্রিষ্টাব্দ পালন করা হয়েছে।
এসময় অতিথি গন শিক্ষা বিষয়ক মতবিনিময় করেন।অনুষ্ঠান শেষে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ ইংরেজি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।এতে অগ্রণী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।এর মধ্যে পংকজ নাহা উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে পুরস্কৃত হোন।
উপজেলার শ্রেষ্ঠ গার্লস ইন স্কাউট শিক্ষক হিসেবে পুরস্কার গ্রহন করেন সালেহা বেগম ও শাহনাজ সুলতানা অরিন শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হোন।
এছাড়াও নাবিল হামদ ও বির্তক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম হয়ে পুরস্কার গ্রহণ করেন।।অগ্রণী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী শঙ্খমিতা নাহা কবিতা আবৃত্তিতে ও ভূমিকা রানী জারী গানে প্রথম স্থান অর্জন করে পুরস্কার গ্রহণ করেছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা গণ।