বানিয়াচং প্রতিনিধি ॥ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বানিয়াচং উপজেলার ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। গতকাল কমিটি গঠনকল্পে এক সভা ছাত্রনেতা দীপ্ত দাশ রাজনের সভাপতিত্বে বানিয়াচং প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্র ইউনিয়নের সাবেক প্রচার সম্পাদক ও বর্তমান বানিয়াচং উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা উদীচীর সাংগঠনিক সম্পাদক ও বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খান। প্রধান বক্তার বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক প্রদীপ সরকার। সভায় সর্বসম্মতিক্রমে দীপ্ত দাশ রাজনকে আহবায়ক, শিরিনা আক্তারকে যুগ্ম আহবায়ক, দুর্জয় দাশ স্মরণ, জহরলাল সরকার ও শেখ শুভ মিয়াকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন ছাত্র ইউনিয়নের কমিটি গঠন করা হয়।