লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাইয়ে তাস খেলার সরঞ্জাম ও নগদ অর্থ সহ ৫ জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ।
লাখাই থানা পুলিশ সুত্রে জানা যায় লাখাই থানার পুলিশ গোপন সংবাদের ভিওিতে এস আই সদরুল হাসান খান, এস আই মিজান উল হক, এস আই শৈলেশ চন্দ্র দাস ও সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামের পশ্চিম মাঠে মঙ্গলবার(২৫ অক্টোবর) দিবাগত রাত ১১টা ১০ মিঃ অভিযান চালিয়ে জুয়া খেলার তাস ও নগদ ৫ হাজার ২শত টাকা সহ তেঘরিয়া গ্রামের ছোয়াব আলীর পুত্র ফারুক মিয়া(২৯), মৃত গনি মিয়ার পুত্র এংরাজ মিয়া (৬২), মৃত আলী হেসেনের পুত্র মজিবুর রহমান (৫৫), মহরম আলীর পুত্র মোঃ হেলিম মিয়া (৪২), মৃত ছোরাব আলীর পুত্র জহির মিয়া(৪৮) কে আটক করে থানায় নিয়ে আসে।
আসামীদের বিরুদ্ধে লাখাই থানায় এস আই শৈলেশ চন্দ্র দাস বাদী হয়ে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটককৃত আসামীদের কে বুধবার ( ২৬ অক্টোবর) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতদের ব্যাপারে লাখাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)এম এন মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি আটকের বিষয়টি নিশ্চিত করেন।