মাধবপুর থেকে সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা বাজার থেকে দেড় কেজি ভারতীয় গাঁজাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকালে কাশিম নগর ফাড়ি ইনচার্জ এস.আই আনোয়ার উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে দেড় কেজি ভারতীয় গাঁজাসহ মাদক পাচারকারী দলের সদস্য উপজেলার ধর্মঘর ইউনিয়নের দিঘিপার গ্রামের মিন্নত আলীর ছেলে জামাল মিয়া(২০)কে আটক করেছে। এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।