মাধবপুর প্রতিনিধি :
দোকানে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে হবিগঞ্জের মাধবপুরে ১১ ব্যবসায়ী জরিমানা গুনতে হয়েছে ৬ লক্ষ পাঁচ হাজার টাকা।
আজ সোমবার সকালে মাধবপুর বাজারে পলিথিন বিরোধী অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, হবিগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)-৯ এর উপ সহকারী পরিচালক(ডিএডি) মোঃ নুরুল ইসলাম।
ভ্রাম্যমান আদালত মাধবপুর বাজারে ১১টি ব্যবসা প্রতিষ্ঠানকে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে রতন রায় স্টোর কে ৮০, জামাল স্টোর কে ৩৫, গনেস্বর ভান্ডার ৩০, শ্যামা স্টোর ৩৫, দয়ামায়া স্টোর ৫০, কৃষ্ণ চন্দ্র পাল ১লাখ, চুট্টু মিয়া ৩০, স্বরুপ ভান্ডার ১ লাখ, হরিলাল স্টোর ৪৫, কাজল চক্রবর্তী ৫০ এবং ভাই ভাই স্টোরকে ৫০ হাজার জরিমানা করে ৬ লক্ষ ৫ হাজার টাকা আদায় করা হয়।
অভিযানে ১.২ মেট্রিক টন পলিথিন উদ্ধার করে জব্দ করা হয়েছে।