মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জে মাধবপুরে বাঘাসুরা গ্যাসফিল্ড সুন্দরপুর মোড় নামক স্থানে অজ্ঞাত গাড়ি চাপায় আব্দুল গনি (৩২) নামের এক পথচারী নিহত হয়েছে৷ রবিবার সকাল ১১টা গ্যাসফিল্ড সুন্দরপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল গনি নাসিরনগর উপজেলার পূর্বভাগ গ্রামের জমসের আলী ছেলে ।
পুলিশ জানায়,আজ সকালে ১১টাদিকে বাঘাসুরা গ্যাসফিল্ড সুন্দরপুর মোড়ে রাস্তা পাড় হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন আব্দুল গনি। এসময় দ্রুত গতির একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায় এবং পথচারীকে বাঁচাতে গিয়ে দুই জন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন, পথচারী আব্দুল গনি মাথায় গুরুতর আঘাত ও প্রচুর রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাইনুল ইসলাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের শেষে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
এ ঘটনায় অজ্ঞাত গাড়িটিকে সনাক্তকরণের চেষ্টা চলছে বলে জানিয়েছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ।