মাধবপুর প্রতিনিধি :
“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি ” শ্লোগানে হবিগঞ্জে মাধবপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ পালিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় মাধবপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই দিবসটি পালনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন, সামাজিক ও রাজনৈতিক দলসংগঠন অংশগ্রহণ করে।
উপজেলা প্রশাসন চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভার মধ্যদিয়ে কর্মসূচি শেষ হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ অলিদ মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজহারুল ইসলাম, মাধবপুর থানার এসআই হুমায়ূন কবির,শ্রমিক নেতা বাদল মিয়া,শাহ মোঃ কামাল প্রমুখ।